September 18, 2015

ঘরে ফেরা শুরু

ঘরে ফেরা শুরু

কোরবানির ঈদ উপলক্ষে ঘরে ফিরতে শুরু করেছেন নগরবাসী। গতকাল বৃহস্পতিবার থেকে যাত্রা শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচুর যাত্রী গাবতলী বাস টার্মিনাল থেকে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।
বরিশাল-পটুয়াখালী-বরগুনাগামী শাকুরা পরিবহনের সহকারী ব্যবস্থাপক মো. আলমাস প্রথম আলোকে বলেন, গতকাল থেকে গাবতলীতে ঘরমুখো মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আজ অনেক মানুষ টার্মিনাল ছেড়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিলিয়া ইসলাম যাবেন যশোর। গাবতলী টার্মিনালে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে গেছে।  বন্ধুরা সব বাড়ি যাচ্ছে।

ঘরে ফেরা শুরু

নিজস্ব প্রতিবেদক | আপডেট:
যানজট ও ঝামেলা এড়াতে আগেভাগেই বাড়ি যাচ্ছেন তাঁরা। ছবি: আসাদুজ্জামানকোরবানির ঈদ উপলক্ষে ঘরে ফিরতে শুরু করেছেন নগরবাসী। গতকাল বৃহস্পতিবার থেকে যাত্রা শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচুর যাত্রী গাবতলী বাস টার্মিনাল থেকে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।
কাউন্টারে ঘরমুখী মানুষের ভিড়। ছবি: আসাদুজ্জামান
বরিশাল-পটুয়াখালী-বরগুনাগামী শাকুরা পরিবহনের সহকারী ব্যবস্থাপক মো. আলমাস প্রথম আলোকে বলেন, গতকাল থেকে গাবতলীতে ঘরমুখো মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আজ অনেক মানুষ টার্মিনাল ছেড়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিলিয়া ইসলাম যাবেন যশোর। গাবতলী টার্মিনালে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে গেছে।  বন্ধুরা সব বাড়ি যাচ্ছে।
গাড়ির অপেক্ষায় কাউন্টারে বসে আছেন কয়েকজন। ছবি: আসাদুজ্জামান
পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হাবিব সপরিবারে গাবতলী টার্মিনালে গেছেন। তিনি বলেন, স্ত্রী ও সন্তান আগেই বাড়ি যাচ্ছে। যানজট ও ঝামেলা এড়াতেই এই সিদ্ধান্ত।
গাবতলী টার্মিনালের সোহাগ পরিবহন, হানিফ পরিবহন ও দিগন্ত পরিবহনসহ একাধিক বাস কাউন্টারের সামনে যাত্রীদের ভিড় দেখা গেছে। সবার এক কথা। যানজট ও কষ্ট এড়াতে আগেভাগে ঢাকা ছাড়ছেন তাঁরা।
সোহাগ পরিবহনের বুকিং ক্লার্ক মো. আবদুল্লাহ বলেন, ২০ তারিখ থেকে আরও বেশি যাত্রী ঢাকা ছাড়বেন বলে তাঁরা আশা করছেন।