September 18, 2015

গ্যাস অনুসন্ধানে বাংলাদেশে আগ্রহী থাইল্যান্ড

গ্যাস অনুসন্ধানে বাংলাদেশে আগ্রহী থাইল্যান্ড

বাংলাদেশে গ্যাস অনুসন্ধানের আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড। বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত মদুরাপচানা ইতারং গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে জানান, থাইল্যান্ডের পেট্রোলিয়াম কর্তৃপক্ষÿবাংলাদেশে গ্যাস অনুসন্ধানে আগ্রহী।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই সাক্ষাতের পর সাংবাদিকদের এ ব্যাপারে অবহিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। খবর বাসসের।
সাক্ষাৎকালে বিদায়ী রাষ্ট্রদূত গত ১৭ আগস্ট ব্যাংককের কেন্দ্রস্থলে হিন্দু মন্দিরের বাইরে বোমা বিস্ফোরণের ঘটনাটি উল্লেখ করে বলেন, ‘বোমা বিস্ফোরণের সঙ্গে মানব পাচার যুক্ত এবং ঘটনার পরে ২০০ ভুয়া পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।’ তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাঁর সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, সমাজ থেকে সন্ত্রাস নির্মূলে তাঁর প্রশাসন কাউন্টার টেররিজম-ব্যবস্থা গ্রহণ করেছে। শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারী দণ্ডপ্রাপ্তদের বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য থাই সরকারকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার দেশের বিভিন্ন স্থানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন করছে। সেখানে সরকারের দেওয়া সুযোগ-সুবিধা গ্রহণ করে বিনিয়োগের জন্য থাই উদ্যোক্তাদের আহ্বান জানান।
এ প্রসঙ্গে থাই রাষ্ট্রদূত উল্লেখ করেন, একটি থাই প্রতিষ্ঠান ঢাকায় এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ করছে, যা রাজধানীর যানজট নিরসনে সহায়ক হবে।
শেখ হাসিনা বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের আরও উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
রওশন, এরশাদ ও খালেদাকে ঈদের শুভেচ্ছা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম বাসসকে জানান, প্রধানমন্ত্রী গতকাল তিনজনকে পৃথক ঈদ কার্ড পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানান।
আশরাফুল আলম বলেন, প্রধানমন্ত্রীর প‌ক্ষে তাঁর প্রটোকল অফিসার খুরশিদ-উল আলম গতকাল দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার অফিসে গিয়ে তাঁর সহকারী ব্যক্তিগত সচিব সুজাউল ইসলামের হাতে ঈদ কার্ড দেন। পরে তিনি সংসদ ভবনে এরশাদের অফিসে যান এবং তাঁর সহকারী ব্যক্তিগত সচিব মঞ্জুরুল ইসলামের হাতে ঈদ কার্ড দেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর প‌ক্ষে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল গতকাল বিকেলে বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে যায় এবং দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনের কাছে খালেদা জিয়ার ঈদ কার্ড পৌঁছে দেন।