September 18, 2015

মাগুরায় মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ: আদালত ফটক থেকে তাঁকে আটকের কথা অস্বীকার করেছিল পুলিশ সেই আসামিকে আদালতে হাজির করল পুলিশ

মাগুরায় মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ: আদালত ফটক থেকে তাঁকে আটকের কথা অস্বীকার করেছিল পুলিশ

সেই আসামিকে আদালতে হাজির করল পুলিশ


মাগুরায় ছাত্রলীগের গোলাগুলিতে মায়ের জঠরে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা মামলার ২ নম্বর আসামি মুহম্মদ আলীকে (৩৫) আদালতে হাজির করল পুলিশ। গতকাল বৃহস্পতিবার ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।
আগের দিন বুধবার সকালে মুহম্মদ আলী আদালতে আত্মসমর্পণ করতে গেলে ডিবি পুলিশ তাঁকে আটক করে টেনেহিঁচড়ে অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে জানিয়েছিলেন তাঁর স্ত্রী ও কয়েকজন প্রত্যক্ষদর্শী। তবে রাতে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের ওসি মো. ইমাউল হক বলেছিলেন, আলীকে আটকের বিষয়ে কিছু জানেন না তাঁরা।
চাঞ্চল্যকর ওই মামলার ৩ নম্বর আসামি মেহেদী হাসান ওরফে আজিবর শেখকে ১৭ আগস্ট মাগুরার সীমাখালী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সে কথা অস্বীকার করে। ওই দিন গভীর রাতে আজিবর পুলিশের সঙ্গে তথাকথিত বন্দুকযুদ্ধে নিহত হন।
আসামি মুহম্মদ আলীকে সকালে আদালতে হাজির করার বিষয়ে জানতে চাইলে রাতে ওসি ইমাউল হক বলেন, ‘তাঁকে শহরের মহিলা কলেজ সড়ক থেকে বুধবার সকালে আটক করা হয়। এরপর তাঁকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। বিষয়টি প্রকাশ করলে জনমনে আতঙ্ক সৃষ্টি হতে পারে—এ আশঙ্কা এবং মামলাটা স্পর্শকাতর হওয়ায় ও এর সুষ্ঠু তদন্তের স্বার্থে বিষয়টি গোপন করা হয়েছিল।’
আর অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলামকে ফোন করা হলে তাঁর নিরাপত্তারক্ষী সেটি ধরে বলেন, ‘স্যার ব্যস্ত আছেন, পরে কথা বলবেন।’
স্বীকারোক্তিমূলক জবানবন্দি: গতকাল সকালে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইমতিয়াজুল ইসলামের সামনে হাজির করা হয় আসামি মুহম্মদ আলীকে। পরে হাকিমের খাসকামরায় তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয় বলে জানায় পুলিশ।
জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় গতকাল সকালে বলেন, মুহম্মদ আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে বুধবার ঢাকায় র্যাবের হাতে আটক মামলার ১৫ নম্বর আসামি মো. সোলাইমানকে (২৯) আদালতে হাজির করা হয়নি। গতকাল তাঁকে ঢাকা থেকে মাগুরা আনা হয়েছে।