May 26, 2016

জিপিতে নিয়ে নিন ইচ্ছে মত এম্বি আমি ১.৫ জিবি বা ১৫০০ এম্বি নিয়েছি

জিপিতে নিয়ে নিন ইচ্ছে মত এম্বি আমি ১.৫ জিবি বা ১৫০০ এম্বি নিয়েছি

আসসালামু আলাইকুম বন্ধুরা।
আজ তোমাদের জন্য নিয়ে এলাম গ্রামীনফোনের একট অসাধারন ইন্টারনেট অফার নিয়ে।
যত খুসি এম্বি নিতে পারবা ।
প্রথমে যেকোন একটা গ্রামীন সীমে ডাইল কর *৫০০০*১৬8# তাহলে পেয়ে যাবা ২০ এম্বি ইন্টারনেট।
তারপর ডাইল কর *৫০০০*১৬০# তাহলে পাবা আরো পাবা ২০ এম্বি।
তারপর দুইটা মেসেজ আসবে এরকম "Congratulations! FREE 20MB Internet pack will be started soon. Valid for 7 days. Pack Balance
 check *566*10#. To deactivate internet send STOP to 5000."
আর একটা
" Apnar Internet Pack chalu hoyeche. Pack shes hole charge 1poisha/10KB. Internet balance
 ba bonus balance jante, dial *121*1#"
 এই দুইটা মেসেজ পাউয়ার পর আবার ডাইল করেন "*৫০০০*১৬০#
আবার এম্বি পাবেন তারপর আবার দুইটা মেসেজ আসার আগ পর্যন্ত অপেক্ষা করুন।
মেসেজ দুইটা আসার পর আবার চেষ্টা করুন এভাবে আপনি যতবার ইচ্ছা নিতে পারবেন তবে ভুলেউ দুইটা মেসেজ আসার আগে আবার ডাইল করবেন না।
এভাবে যত এম্বি দেই নিতে থাকুন।
তারপর আর যদি এম্বি না দেয় তাহলে ডাইল করুন *৫০০০*১১৩#
এটি ৫ বার ডাইল করলে পাবেন ৫০ এম্বি করে ২৫০ এম্বি ।
 তবে সব সিমে নাউ হতে পারে বন্ধ সিমে হবে সিউর

আল্লাহ হাফেজ এম্বি পেলে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না

ইনকাম হবে ১০০% গেরেন্টি

ইনকাম হবে ১০০% গেরেন্টি 

 

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই।
 আজ আমি আপনাদের সাথে একটি এড নেটওয়র্ক সাইটের সাথে পরিচয় করিয়ে দিবো।
আপনারা হইতো অনেক এডনেট অয়ার্ক সাইটে কাজ করেছেন তবে এই সাইটে রেট অনেক ভাল।
তার আগে দেখে নিন আমার দুই দিনের ইনকামঃ

আমার সব থেকে ভাললাগছে এই সাইট টি বাংলাদেশি। আপনার অয়েব সাইটে এখান থেকে এড শো করতে ৫ ধরনের কোড নিয়ে বসাতে পারেন। তবে যে কোন একটি কোড বসাবান তা না হলে ক্লিক কাউন হবে না। আমি আমার সাইটে ব্যনার ইম্প্রেশন এড লাগাইছি :D
এখানে ব্যানার ইম্প্রেশনে ভাল রেট।
এক নজরে দেখে নিনঃ


এদের কিছু রোলস আছে তা না মানলে পেইমেন্ট দিবে না। আর আপনি যত ইচ্ছা আপনার সাইট এড করতে পারবেন আমি আমার ৩ টা সাইট এড করেছি।
রোলসঃ
অাপনি অামাদের একজন গ্রাহক হিসেবে অবশ্যই নিচের নিয়ম গুলো ভালভাবে পড়ে এবং সব নিয়ম মানবেন নইলে কোন নুটিশ ছারাই অাপনার প্রেমেন্ট এবং Account বাতিল করা হবে!
Must put/use our Ads code hedar,Top of your Sites/Homepages!
You can not put our codes under other company's ads in your site.
You can not use 2 or all codes in one site.Use Javascript,apwall or popup.!
You can not try to wrong clicks us!
You can not Clicks your won ads Everyday!
You can not use any ato click Script in your site with our Ad codes!
You can not Edit,Rename Our codes!
অাপনি অাপনার সাইটের একদম উপরে অামাদের কোড বসাবেন এবং অন্য সাইটের ads এর নিচে অামাদের Ad বসাতে পারেন না।
অাপনি অামাদের সবগুলো কোড এক সাথে একি পেজে/সাইটে বসাতে পারবেন না যে কোন একটা বসাতে হবে।
অাপনি প্রতিদিন নিজের বসানো কোডে ক্লিক করতে পারবেন না।
অাপনি অাপনার সাইটে কোন অটো ক্লিকের Script বসাতে পারবেন না।
অাপনি অামাদের কোড গুলো রিনেম বা ইডিট করতে পারবেন না!
এদের পেইমেন্ট সিস্টেমটা অনেক ভাল। তবে প্রথমে আপনাকে .50$ বা ৩৫ টাকা আর্ন করে তা এপরুভ করতে হবে তারপর আপনি যখন ইচ্ছা তা পে আউট করতে পারবেন । ফ্লেসি করলে ৫ মিনিটের মধ্যে টাকা পেয়ে যাবেন। ও আর একটি কথা রেফারেল সুবিধা আছে আপনার রেফারেলে কেউ কাজ করলে আপনার যখন তার আর্নিং  1$ হবে   20% মানে .20$পাবেন
এখনই রেজিস্রেশন করে কাজ শুরু করে দিন
এখান থেকে

May 16, 2016

April 24, 2016

আসুন জানি পৃথিবীর সর্বপ্রথম মেইলটির কথা। দেখি ইন্টারনেটে আপলোডকৃত প্রথম ছবিটি। ইউটিউবে সর্বপ্রথম আপলোড হওয়া ভিডিওটি। সর্বপ্রথম টুইটার টুইটটি। এরকম আরও জেনে নিন ইন্টারনেটের অজানা সব প্রথম কিছু ।।

আসুন জানি পৃথিবীর সর্বপ্রথম মেইলটির কথা। দেখি ইন্টারনেটে আপলোডকৃত প্রথম ছবিটি। ইউটিউবে সর্বপ্রথম আপলোড হওয়া ভিডিওটি। সর্বপ্রথম টুইটার টুইটটি। এরকম আরও জেনে নিন ইন্টারনেটের অজানা সব প্রথম কিছু ।।

 

ঈদ উপলক্ষে স্পেশাল কিছু লেখার কথা ভাবছিলাম। কালকেই তো পবিত্র ঈদুল ফিতর। তাই সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। প্লাস এটা আমার পঞ্চাশতম টিউন। একটু স্পেশাল কিছু তো লিখতেই হয়! তাই আজ এই উপলক্ষে আমি আপনাদের এমন কিছু দিলাম, যা আপনাদের ভাল লাগবে। দিয়ে দিলাম ইন্টারনেটের অজানা সব প্রথম কিছু।
  • এই মানুষটির নাম Ray Tomlinson. ইনিই পৃথিবীর সর্বপ্রথম মানুষ যিনি প্রথম মেইল পাঠিয়েছিলেন। তার মেইলটা পাঠানো হয়েছিল ১৯৭১ সালে, নিজেই নিজেকে তিনি মেইলটা পাঠিয়েছিলেন। তার বক্তব্যঃ "The test messages were entirely forgettable. . . . Most likely the first message was QWERTYIOP or something similar."

  • পৃথিবীর সর্বপ্রথম ডোমেইন হল Symbolics.com. এটি নিবন্ধন হয়েছিল ১৫ই মার্চ, ১৯৮৬ সালে। এখন এটি একটি ঐতিহাসিক ওয়েবসাইট হিসেবে দাঁড়িয়ে আছে।

  • পৃথিবীর সর্বপ্রথম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web) সম্পর্কিত তথ্য নিবেদিত ওয়েবসাইট। শুরু হয়েছিল ৬ই আগস্ট, ১৯৯১ সালে। URL টা এখানেঃ http://info.cern.ch/hypertext/WWW/TheProject.html

  • ইন্টারনেটে আপলোডকৃত সর্বপ্রথম ছবি। ছবিটি Les Horrible Cernettes নামে এক কমেডি ব্যান্ডের। ছবিটি আপলোড করেছিলেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব -এর প্রতিষ্ঠাতা টিম বার্নার্স লি।

  • আমরা জানি মার্ক জুকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা। তিনি কিন্তু সর্বপ্রথম ফেসবুক ব্যাবহারকারী নন। তিনি হচ্ছেন চতুর্থ ফেসবুক ব্যাবহারকারী। অবশ্য প্রথম তিনটি ফেসবুক আইডি পরীক্ষা করার জন্যই ব্যাবহার করা হয়েছিল। প্রথম ফেসবুক আইডিটি হচ্ছে নিচের এই মানুষটির, নাম Arie Hasit. তিনি বর্তমানে ইসরায়েলে ইহুদি আইনজ্ঞ বিষয়ে অধ্যয়নরত।

  • পৃথিবীর সর্বপ্রথম টুইটারের টুইট। টুইটটি করেছিলেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা Jack Dorsey. টুইটটি করা হয়েছিল ২১শে মার্চ, ২০০৬ সালে।

  • স্কাইপি নেভিগেশন দ্বারা সর্বপ্রথম বাক্যটি কি ছিল জানেন? স্কাইপি ডেভেলপমেন্ট টিমের দ্বারা এস্তোনিয়ায় এপ্রিল, ২০০৩ সালে কথিত প্রথম বাক্যটি ছিলঃ 'Tere, kas sa kuuled mind?' ইংরেজিতে এর অর্থ দাঁড়ায়ঃ "Hello, can you hear me?"

  • ইন্টারনেটের সর্বপ্রথম বিজ্ঞাপন এটি। এই বিজ্ঞাপনটি ১৯৯৪ সালের অক্টোবরে HotWired.com নামে একটি ওয়েবসাইট দিয়েছিল। AT&T নামে এক কোম্পানি Web Banner টির জন্য অর্থ দিয়েছিল ২৫ অক্টোবর, ১৯৯৪ সালে। Banner টির সাইজ 468x60.

  • ইউটিউবের সর্বপ্রথম ভিডিও এটি। ভিডিওটি পোস্ট করেছিলেন ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা Jawed Karim 'San Diego Zoo' নামে এক চিড়িয়াখানায়। ভিডিও আপলোড করা হয়েছিল ২৩শে এপ্রিল, ২০০৫ সালে। মাত্র বিশ সেকেন্ডের ভিডিও। ভিডিওটি এখন পর্যন্ত ১১ মিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে।
    ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন


 

April 17, 2016

ইসলাম কি বলে স্বামী স্ত্রী পরস্পরের যৌনাঙ্গ চোষণ করতে পারবে কিনা ? (ভিডিও সহ)

ইসলাম কি বলে স্বামী স্ত্রী পরস্পরের যৌনাঙ্গ চোষণ করতে পারবে কিনা ? (ভিডিও সহ)




 













আপনাদেরন অনেকের মনেই  প্রশ্ন যে ইসলাম কি বলে স্বামী কি স্রীর গুপনাং চোষতে বা চুমু দিতে পারবে কিনা।
চলুন একটি ভিডিও এর মাধ্যমে তা দেখে আসি
আপনাদেরন অনেকের মনেই  প্রশ্ন যে ইসলাম কি বলে স্বামী কি স্রীর গুপনাং চোষতে বা চুমু দিতে পারবে কিনা।
চলুন একটি ভিডিও এর মাধ্যমে তা দেখে আসি
আপনাদেরন অনেকের মনেই  প্রশ্ন যে ইসলাম কি বলে স্বামী কি স্রীর গুপনাং চোষতে বা চুমু দিতে পারবে কিনা।
চলুন একটি ভিডিও এর মাধ্যমে তা দেখে আসি
আপনাদেরন অনেকের মনেই  প্রশ্ন যে ইসলাম কি বলে স্বামী কি স্রীর গুপনাং চোষতে বা চুমু দিতে পারবে কিনা।
চলুন একটি ভিডিও এর মাধ্যমে তা দেখে আসি






মাত্র ২টি সহজ উপায়ে চিরতরে দূর করুন মেছতার দাগ (ভিডিও সহ)

 মাত্র ২টি সহজ উপায়ে চিরতরে দূর করুন  মেছতার দাগ (ভিডিও সহ)

মাত্র ২টি সহজ উপায়ে চিরতরে দূর করুন  মেছতার দাগ (ভিডিও সহ)
মাত্র ২টি সহজ উপায়ে চিরতরে দূর করুন  মেছতার দাগ (ভিডিও সহ)
মাত্র ২টি সহজ উপায়ে চিরতরে দূর করুন  মেছতার দাগ (ভিডিও সহ)
মাত্র ২টি সহজ উপায়ে চিরতরে দূর করুন  মেছতার দাগ (ভিডিও সহ)
ভিডিও নিচেঃ

 

 

 


ভিডিও

যা করলে আপনি ১ ঘন্টা মিলন করতে পারবেন ১০০%( ভিডিও সহ)

যা করলে আপনি ১ ঘন্টা মিলন করতে পারবেন ১০০% (ভিডিও)



সবাই চায় যে তাদের স্রীকে অনেক সুখ দিক। কিন্তু হইতো বিভিন্ন উপায় না জানার কারনে আপনারা
বেশি সময় ধরে মিলন করতে পারেন না ।
নিচের ভিডিও টি দেখেনিন
সবাই চায় যে তাদের স্রীকে অনেক সুখ দিক। কিন্তু হইতো বিভিন্ন উপায় না জানার কারনে আপনারা
বেশি সময় ধরে মিলন করতে পারেন না ।
নিচের ভিডিও টি দেখেনিন
সবাই চায় যে তাদের স্রীকে অনেক সুখ দিক। কিন্তু হইতো বিভিন্ন উপায় না জানার কারনে আপনারা
বেশি সময় ধরে মিলন করতে পারেন না ।
নিচের ভিডিও টি দেখেনিন



April 8, 2016

যেভাবে শ্যাম্পু করলে ১৫ মিনিটেই পাবেন নায়িকাদের মত চুল?

যেভাবে শ্যাম্পু করলে ১৫ মিনিটেই পাবেন নায়িকাদের মত চুল?

 

 চুলের সঠিক যত্নে এবং চুল পরিষ্কার রাখতে শ্যাম্পু করার কিছু নিয়ম আছে। এই বিষয়ে পরামর্শ দিয়েছেন রূপবিশেষজ্ঞ কাজী কামরুল ইসলাম ও তানজিমা শারমিন। চুল ধোয়া তো নিত্যদিনের ব্যাপার। এটা আর নতুন করে শেখার কী আছে? এমন ভাবছেন তো ভুল করছেন। কারণ, এই সাধারণ কাজটিও কিছু নিয়ম মেনে করতে হয়। তাড়াহুড়ো বা আলসেমির কারণে আমরা অনেকেই কোনো রকমে চুল ধুয়ে স্নানঘর থেকে বেরিয়ে যাই। 

 যেভাবে শ্যাম্পু করলে ১৫ মিনিটেই পাবেন নায়িকাদের মত চুল?

* প্রথমেই চুলের ধরন বুঝে শ্যাম্পু এবং কন্ডিশনার বাছাই করতে হবে।
* শ্যাম্পু করার আগে চুল আঁচড়ে জট ছাড়িয়ে নিন।
* এরপর পুরো চুল ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে।
* একটি বাটিতে শ্যাম্পুর সঙ্গে অল্প পানি মিশিয়ে এর ঘনত্ব কমিয়ে নিতে হবে যেন তা চুলের গোড়ায় সহজে পৌঁছাতে পারে।
* ১৫ মিনিট আঙুল দিয়ে আস্তে আস্তে মাথার ত্বক মালিশ করতে হবে। এতে রক্ত সঞ্চালন হবে, যা চুলের গোড়া মজবুত করবে। তা ছাড়া এভাবে চুলের ময়লাও উঠে আসবে।
* ম্যাসাজের সময় মাঝে মাঝে হাতে অল্প করে পানি দিয়ে চুলে ফেনা করতে হবে।
* এবার চুল ভালোমতো ধুয়ে ফেলুন।
* এরপর দ্বিতীয় দফায় শ্যাম্পু করতে হবে। এবার আর ম্যাসাজ নয়। কারণ, ম্যাসাজের ফলে চুলের গোড়া থেকে সিবাম নামের একধরনের তেল নির্গত হয়, এটি থাকলে আর শ্যাম্পু করে লাভ কী? তাই চুল শ্যাম্পু করতে হয় দুইবার।
* পানি দিয়ে ফেনা ধুয়ে ফেলার পর এবার কন্ডিশনার ব্যবহারের পালা। চুলের আগায় কন্ডিশনার লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। মোটা তোয়ালে জড়িয়ে প্রথমে চুলের পানি নিংড়ে নিতে হবে। এরপর ঠান্ডা বাতাস বের হয় এমন হেয়ার ড্রায়ার বা ফ্যানের বাতাসে চুল শুকিয়ে নিন।
যা করব না
* শ্যাম্পু করার আগে অনেকেই চুলে তেল দেন, এতে কোনো আপত্তি নেই। তবে ময়লা চুলে তেল দেওয়া যাবে না।
* চুল ভালো মতো না ভিজিয়ে সরাসরি শ্যাম্পু দেওয়া যাবে না।
* জোরে জোরে ঘষে ময়লা পরিষ্কারের চেষ্টা করা ঠিক পদ্ধতি নয়।
* কন্ডিশনার গোড়ায় নয়, শুধু আগায় ব্যবহার করতে হবে। এর কাজ চুলকে নরম করা। গোড়ায় এটি লাগালে চুলের গোড়া নরম হয়ে পড়ে যাবে।
* চুল ধোয়া শেষে তোয়ালে দিয়ে জোরে জোরে ঘষে মোছা উচিত না।
* চুলের পানি শুকানোর জন্য গামছা বা তোয়ালে দিয়ে চুল ঝাড়া ঠিক নয়।
* ভেজা চুল আঁচড়ানো উচিত না।