April 24, 2016

আসুন জানি পৃথিবীর সর্বপ্রথম মেইলটির কথা। দেখি ইন্টারনেটে আপলোডকৃত প্রথম ছবিটি। ইউটিউবে সর্বপ্রথম আপলোড হওয়া ভিডিওটি। সর্বপ্রথম টুইটার টুইটটি। এরকম আরও জেনে নিন ইন্টারনেটের অজানা সব প্রথম কিছু ।।

আসুন জানি পৃথিবীর সর্বপ্রথম মেইলটির কথা। দেখি ইন্টারনেটে আপলোডকৃত প্রথম ছবিটি। ইউটিউবে সর্বপ্রথম আপলোড হওয়া ভিডিওটি। সর্বপ্রথম টুইটার টুইটটি। এরকম আরও জেনে নিন ইন্টারনেটের অজানা সব প্রথম কিছু ।।

 

ঈদ উপলক্ষে স্পেশাল কিছু লেখার কথা ভাবছিলাম। কালকেই তো পবিত্র ঈদুল ফিতর। তাই সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। প্লাস এটা আমার পঞ্চাশতম টিউন। একটু স্পেশাল কিছু তো লিখতেই হয়! তাই আজ এই উপলক্ষে আমি আপনাদের এমন কিছু দিলাম, যা আপনাদের ভাল লাগবে। দিয়ে দিলাম ইন্টারনেটের অজানা সব প্রথম কিছু।
  • এই মানুষটির নাম Ray Tomlinson. ইনিই পৃথিবীর সর্বপ্রথম মানুষ যিনি প্রথম মেইল পাঠিয়েছিলেন। তার মেইলটা পাঠানো হয়েছিল ১৯৭১ সালে, নিজেই নিজেকে তিনি মেইলটা পাঠিয়েছিলেন। তার বক্তব্যঃ "The test messages were entirely forgettable. . . . Most likely the first message was QWERTYIOP or something similar."

  • পৃথিবীর সর্বপ্রথম ডোমেইন হল Symbolics.com. এটি নিবন্ধন হয়েছিল ১৫ই মার্চ, ১৯৮৬ সালে। এখন এটি একটি ঐতিহাসিক ওয়েবসাইট হিসেবে দাঁড়িয়ে আছে।

  • পৃথিবীর সর্বপ্রথম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web) সম্পর্কিত তথ্য নিবেদিত ওয়েবসাইট। শুরু হয়েছিল ৬ই আগস্ট, ১৯৯১ সালে। URL টা এখানেঃ http://info.cern.ch/hypertext/WWW/TheProject.html

  • ইন্টারনেটে আপলোডকৃত সর্বপ্রথম ছবি। ছবিটি Les Horrible Cernettes নামে এক কমেডি ব্যান্ডের। ছবিটি আপলোড করেছিলেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব -এর প্রতিষ্ঠাতা টিম বার্নার্স লি।

  • আমরা জানি মার্ক জুকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা। তিনি কিন্তু সর্বপ্রথম ফেসবুক ব্যাবহারকারী নন। তিনি হচ্ছেন চতুর্থ ফেসবুক ব্যাবহারকারী। অবশ্য প্রথম তিনটি ফেসবুক আইডি পরীক্ষা করার জন্যই ব্যাবহার করা হয়েছিল। প্রথম ফেসবুক আইডিটি হচ্ছে নিচের এই মানুষটির, নাম Arie Hasit. তিনি বর্তমানে ইসরায়েলে ইহুদি আইনজ্ঞ বিষয়ে অধ্যয়নরত।

  • পৃথিবীর সর্বপ্রথম টুইটারের টুইট। টুইটটি করেছিলেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা Jack Dorsey. টুইটটি করা হয়েছিল ২১শে মার্চ, ২০০৬ সালে।

  • স্কাইপি নেভিগেশন দ্বারা সর্বপ্রথম বাক্যটি কি ছিল জানেন? স্কাইপি ডেভেলপমেন্ট টিমের দ্বারা এস্তোনিয়ায় এপ্রিল, ২০০৩ সালে কথিত প্রথম বাক্যটি ছিলঃ 'Tere, kas sa kuuled mind?' ইংরেজিতে এর অর্থ দাঁড়ায়ঃ "Hello, can you hear me?"

  • ইন্টারনেটের সর্বপ্রথম বিজ্ঞাপন এটি। এই বিজ্ঞাপনটি ১৯৯৪ সালের অক্টোবরে HotWired.com নামে একটি ওয়েবসাইট দিয়েছিল। AT&T নামে এক কোম্পানি Web Banner টির জন্য অর্থ দিয়েছিল ২৫ অক্টোবর, ১৯৯৪ সালে। Banner টির সাইজ 468x60.

  • ইউটিউবের সর্বপ্রথম ভিডিও এটি। ভিডিওটি পোস্ট করেছিলেন ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা Jawed Karim 'San Diego Zoo' নামে এক চিড়িয়াখানায়। ভিডিও আপলোড করা হয়েছিল ২৩শে এপ্রিল, ২০০৫ সালে। মাত্র বিশ সেকেন্ডের ভিডিও। ভিডিওটি এখন পর্যন্ত ১১ মিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে।
    ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন